লিওনেল মেসি তার ক্যারিয়ারে কত গোল করেছেন?

লিওনেল মেসি


আসন্ন কাতার বিশ্বকাপ প্রায় অনিশ্চিত ছিল আর্জেন্টিনার। কিন্তু বাছাইপর্বের শেষ ম্যাচে ইকুয়েডরকে ৩-০ গোলে পরাজিত করে শেষ পর্যন্ত বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা। আর এ ম্যাচে হ্যাট্রিক করে কোটি ভক্তের আশা পূরণ করেন মেসি। চলুন জেনে নেয়া যাক ৩০ বছর বয়সী লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে কত ম্যাচ খেলে কত গোল করেছেন।


ম্যাচ:       ১২৩টি

গোল:     ৬১টি। 

এ্যাসিস্ট:  ৪২টি


বিশ্বকাপের তিন আসরে অংশ নিয়ে মেসি খেলেছেন ১৫ ম্যাচ। গোল করেছেন ৫টি। এ্যাসিস্ট ৬টি। 

বিশ্বকাপ বাছাই পর্বে ৪৫টি ম্যাচ খেলেছেন মেসি। ২১টি গোলের পাশাপাশি এ্যাসিস্ট করেছেন ১১টি। হলুদ কার্ড ১টি।


আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছেন ৪২টি। গোল সংখ্যা ২৭, এ্যাসিস্ট ১২ ও হলুদ কার্ডের সংখ্যা ৩টি। 

কোপা আমেরিকা কাপে বার্সার প্রাণভোমর ২১টি ম্যাচে অংশ নিয়েছেন। প্রতিপক্ষের জালে গোল জড়িয়েছেন ৮টি। এ্যাসিস্ট ১৩ এবং হলুদ কার্ডের সংখ্যা ৩টি।


Comments

Popular posts from this blog

ক্রিস্টিয়ানো রোনালদো: তার ক্যারিয়ারে কত গোল করেছেন?

নেইমার মেসি তার ক্যারিয়ারে কত গোল করেছেন?